হ্যাটট্রিকের লোভি হইনাই যেন ৪ না হয়ে যায়: তাসকিন
স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি। দ্বিতীয়ভাগে ম্যাচ জয়ের গুরুদায়িত্বটা বোলারদের কাঁধেই। সেই দায়িত্বে একদম শুরুতেই সফল তাসকিন আহমেদ। নেদারল্যান্ডস ইনিংসের প্রথম ২ বলে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন এই পেসার। প্রথম ওভারেই…