সার্ব অধ্যুষিত অঞ্চলে আলবেনিয়ান গোষ্ঠীর মেয়র নির্বাচিত হওয়ায় সংঘর্ষ শুরু হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে সার্বরা। সেই বিক্ষোভের মোকাবিলা করতে সোমবার পথে নামে ন্যাটোর শান্তি বাহিনী বা কেফোর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। গ্রেনেডও মারা হয় বলে অভিযোগ। প্রত্যাঘাত করে সার্ব বিক্ষোভকারীরাও। তাতেই বেশ কিছু অফিসার আহত হয়েছেন।
সার্বরা মেয়র নির্বাচন বয়কট করেছিল। তা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সার্ব অধ্যুষিত অঞ্চলেও আলবেনিয়ান মেয়রেরা নির্বাচিত হয়। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সার্বরা।
ন্যাটোর শান্তি বাহিনী একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একাধিক দেশ থেকে আসা তাদের ফোর্সের অন্তত ২৫ জন অফিসার আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। ইতালি এবং হাঙ্গেরির সেনাদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে কসোভোর একটি স্থানীয় সংবাদপত্র লিখেছে, সার্ব অধ্যুষিত অঞ্চলের একটি হাসপাতালে অন্তত ৫০ জন ভর্তি আছে। সকলেই কম বেশি আহত। তবে একজনের অবস্থা গুরুতর। তার শরীরে বুলেটের আঘাত আছে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সেনাদের লক্ষ্য করে এভাবে আক্রমণ করা হলে তা আর মেনে নেওয়া হবে না। অন্যদিকে কসোভোয় যেভাবে নির্বাচন হয়েছে, তারও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, সংঘর্ষ থামাতে সমস্ত পক্ষেরই এক পা করে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যাওয়া উচিত।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ১১ জন ইতালির সেনা আহত হয়েছেন। তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে সকলেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। মৃত্যুর আশঙ্কা নেই।
সার্বদের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তাদের বিক্ষোভ জারি থাকবে। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি
Dunyanin en guclu ordusun KFOR guclerinin Sirplarla catismalari 🙂#РеспубликаСербская #RepublikaSrpska #Kosovo #Mitrovica #Zvechan #Serbia #Sırbistan #Kosova #Metohia #Metojia#Serbs pic.twitter.com/dyQpLP05s3
— | | Самакон¹⁹¹⁷ | | 🅉a Родину – 🅉a Сталина! (@1917CCCP2) May 29, 2023
#Kosova'nın kuzeyinde gerginlik devam ediyor
📌#KFOR tarafından belediye binası önündeki kalabalığa göz yaşartıcı gaz ile müdahale edilirken protestocular da KFOR güçlerine sert cisimler atarak karşılık verdi.
Via: @evropaelire pic.twitter.com/9SwLXBLk1q— Balkan Bülteni (@Balkan_Bulteni) May 30, 2023
🔴 Kosova'da, Sırp protestocular ile NATO barış gücü arasında şiddeti çatışmalar yaşanıyor.
▪️ NATO barış gücünden 3ü ağır olmak üzere 11 İtalyan askeri yaralandı. pic.twitter.com/bslWTsxWiw
— Conflict (@ConflictTR) May 29, 2023
অর্থসূচক/এএইচআর