শচিন-পন্টিংকেও ছাড়িয়ে গেলেন কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ২৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ব্যক্তিগত এই রেকর্ডে একদিক থেকে অনন্য ভারতের এই তারকা ব্যাটার।

২৫ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির লেগেছে মাত্র ৫৪৯ ইনিংস। এই রেকর্ডে কোহলিই সবচেয়ে দ্রুততম। এর আগে সবচেয়ে কম ইনিংসে ২৫ হাজার রানের মাইলফলকের রেকর্ডটি ছিল শচিন টেন্ডুলকারের।

৫৭৭ ইনিংসে তিনি ২৫ হাজার রান ছুঁয়েছিলেন। কোহলি এখনও পর্যন্ত ভারতের হয়ে ১০৬টি টেস্ট, ২৭১টি ওয়ানডে ও ১১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে কোহলির নামের পাশে রয়েছে টেস্টে ৮ হাজার ১৩১, ওয়ানডে ১২ হাজার ৮০৯ রান ও টি-টোয়েন্টিতে ৪ হাজার ৮ রান। ভারতের হয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি রয়েছে কোহলির।

২৫ হাজারের চেয়ে ৫৪ রান কম নিয়ে দিল্লি টেস্টে মাঠে নেমেছিলেন কোহলি। অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০ রান যোগ করার পরই রেকর্ডে নাম লেখান কোহলি। অবশ্য এদিন ইনিংসটি ২০ রানের বেশি এগোতে পারেননি ভারতীয় এই তারকা ব্যাটার। কোহলি ও শচিনের আগে ২৫ হাজার মাইলফলক রয়েছে কেবল কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনে ও জ্যাক ক্যালিসের।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের ক্লাবের সদস্যরা-
শচিন টেন্ডুলকার: ৩৪ হাজার ৩৫৭ রান
কুমার সাঙ্গাকারা: ২৮ হাজার ১৬ রান
রিকি পন্টিং: ২৭ হাজার ৪৮৩ রান
মাহেলা জয়াবর্ধনে: ২৫ হাজার ৯৫৭ রান
জ্যাক ক্যালিস: ২৫ হাজার ৫৩৪ রান
বিরাট কোহলি: ২৫ হাজার ১০ রান

অর্থসূচক /এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.