এশিয়া কাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত মার্চে

ভারতের আপত্তিতে পাকিস্তান থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বাহরাইনে আলোচনায় বসেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সদস্য দেশগুলো।

যদিও সেই আলোচনা শেষে কোনো সিদ্ধান্ত আসেনি। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে এসিসির সভায় এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগস্ট সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ।

গত অক্টোবরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয় এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে না ভারত। এরপর থেকেই আলোচনায় এশিয়া কাপের বিকল্প ভেন্যু। এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু হতে আগ্রহ দেখিয়েছে আরব আমিরাত। সেই সঙ্গে আলোচনায় আছে গত বছর ফুটবল বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা কাতারও। এমন আলোচনায় একটি বিষয় নিশ্চিত হয়ে গেছে যে পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। সভা শেষে এসিসি একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে ২০২৩ এশিয়া কাপ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে কার্যনির্বাহী বোর্ড সব ব্যাপারে একমত পোষণ করেছে। আগামী মার্চে এসিসি কার্যনির্বাহী বোর্ডের পরবর্তী বৈঠকের পর সর্বশেষ সিদ্ধান্ত জানানো হবে। বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ভারত সরকার আমাদের ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দেবে না। আমরা অন্য বোর্ডগুলোকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি। এ নিয়ে ভাবতে সবাই এক মাস অপেক্ষা করতে চেয়েছে। বুঝতে পারছেন, বিরাট কোহলি-রোহিত শর্মা-শুভমান গিলদের ছাড়া কোনো টু্র্নামেন্ট হলে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নেবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.