বেশিরভাগ বিদ্যুৎ কোম্পানি পতন আর লোকসানে

দ্বিতীয় প্রান্তিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানির মধ্যে ইতোমধ্যে বেশিরভাগ কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে জ্বালানি-বিদ্যুৎ খাতে আয় বেড়েছে মাত্র ৪০ শতাংশ কোম্পানির। আর বাকী ৬০ শতাংশ কোম্পানির মধ্যে ৩৫ শতাংশ কোম্পানির আয় কমেছে ও ২৫ শতাংশ কোম্পানি লোকসান করেছে।

কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর,২২) বা ৬ মাসের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

ডিএসই সূত্র জানায়, পুঁজিবাজারে জ্বালানি-বিদ্যুৎ খাতে মোট ২৩টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২০টি কোম্পানি আর্থিক প্রতিদেন প্রকাশ করেছে। এই কোম্পানিগুলোর মধ্যে ৭টি বা ৩৫ শতাংশ কোম্পানির আয় কমেছে। আর লোকসান করেছে ৫টি কোম্পানি।

অন্যদিকে আয় বেড়েছে মাত্র ৮টি বা ৪০ শতাংশ কোম্পানির।

আয় বেড়েছে

জ্বালানি খাতের আয় বৃদ্ধিতে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে পদ্মা অয়েল বছরের ৬ মাসে ১৬ টাকা ১৩ পয়সা আয় করেছে। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ১১ টাকা ৬৭ পয়সা। আলোচ্য সময়ে মেঘনা পেট্রোলিয়াম ১৭ টাকা ০৪ পয়সা আয় করেছে। আগের বছর আয় করেছিল ১২ টাকা ৭৪ পয়সা।

বছরের ৬ মাসে যমুনা অয়েল আয় করেছে ১৫ টাকা ২৭ পয়সা। আগের বছর কোম্পানিটি আয় করেছিল ৮ টাকা ৪৩ পয়সা।

এছাড়া আয় বেড়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, লুবরেফবিডি, মবিল যমুনা ও পাওয়ারগ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের।।

আয় কমেছে

দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর,২২) আয় কমার তালিকায় রয়েছে সামিট পাওয়ার, তিতাস গ্যাস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ডেসকো, ডরিন পাওয়ার, এনার্জি প্যাক, জিবিবি পাওয়ার।

এছাড়া লোকসান করেছে ৫টি কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- সিভিও পেট্রো, বারাকা পাওয়ার, বারাকা পতেঙ্গা, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.