কর্মীদের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করলো আইএফআইসি

আইএফআইসি ব্যাংকের কর্মীবৃন্দের মেধাবী সন্তানদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং সমমানের ও-লেভেল, এ-লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফলের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) আইএফআইসি টাওয়ারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজনটি সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ মঈনউদ্দীন, সৈয়দ মনসুর মোস্তফা,  মনিতুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান কে এ আর এম মোস্তফা কামালসহ ব্যাংকের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও কৃতি সন্তানদের পরিবারের সদস্যরা।

বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিগত তিনবছর এই সম্মাননা প্রদান স্থগিত ছিলো। এ বছর ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হলো। দুই পর্বের এ আয়োজেন গত ২৮ জানুয়ারি অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.