ন্যাশনাল ব্যাংকের এমডি থাকছেন মেহমুদ হোসেন

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডে (এনবিএল) দায়িত্ব পালন করছেন মো. মেহমুদ হোসেন। খারাপ অবস্থায় থাকা ব্যাংকটির ভাবমূর্তি ফেরাতে বাংলাদেশ ব্যাংক এমন উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক অর্থসূচককে বলেন, মেহমুদ হোসেনের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি। তিনি এখনো ন্যাশনাল ব্যাংকের এমডি হিসেবে রয়েছেন। তিনি ব্যাংকটিতে তার দায়িত্ব পালন করবেন।

গত ১৮ জানুয়ারি ন্যাশনাল ব্যাংক থেকে মেহমুদ হোসেন পদত্যাগ করেন। এরপর গত বৃহস্পতিবার গভর্নরসহ উধ্বর্তন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন ব্যাংকটির অন্যতম পরিচালক রন হক সিকদার। এমডির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে ওই বৈঠক হয়।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে দুই বছর মেয়াদে ব্যাংকটিতে এমডি পদে যোগদান করেন মেহমুদ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। তিনি ন্যাশনাল ব্যাংকের আগে এনআরবি ব্যাংক ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এর আগের এমডি শাহ সৈয়দ আব্দুল বারীও ব্যাংকটি থেকে মেয়াদপূর্তির আগেই পদত্যাগ করেছিলেন।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.