বিএনপির সমাবেশের উপরে হেলিকপ্টারে চলছে র‌্যাবের টহল

রাজধানীর গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে শনিবার দুপুরের দিকে থেকে গোলাপবাগে বিএনপির সমাবেশস্থলের উপর দিয়ে র‌্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে।

র‌্যাব জানিয়েছে, নিরাপত্তা জোরদারে বিএনপির সভাস্থলের উপরে হেলিকপ্টারের মাধ্যমে র‍্যাবের নজরদারি চলমান রয়েছে।

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.