তাইওয়ানে প্রয়োজনে বলপ্রয়োগের হুঁশিয়ারি চীনের

কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র

তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং। কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজন বলপ্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন ।

বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়েলি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করতে বলপ্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে।

চীনের ক্ষমতাসীন দলের এই মুখপাত্র বলেন, তাইওয়ানের কিছু মুষ্টিমেয় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেইজিং দিতে পারছে না। চীন তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না; কারণ, এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেইজিং।

এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে বেইজিং। সম্প্রতি ওয়াশিংটন তাইওয়ানের কাছে ১১০ কোটি ডলার মূল্যের সমরাস্ত্র বিক্রি করবে বলে জানিয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.