বিশ্বকাপে পান্ত-কার্তিককে একাদশে চান পূজারা

ভারতীয় দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপে একই সঙ্গে খেলার সুযোগ হয় না দুই উইকেটরক্ষক ঋষভ পান্ত এবং দীনেশ কার্তিকের। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে এই দুই উইকেটরক্ষককেই দলে চান চেতেশ্বর পূজারা।

এশিয়া কাপেও দেখা গেছে কার্তিক এবং পান্ত- দুজন একইসঙ্গে ম্যাচ খেলতে পারেন না। এদিকে ইনজুরিতে থাকায় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও ভারতের একাদশে থাকবেন না। তাই পূজারা বলেন, ‘এশিয়া কাপ আমাদের ভালো যায়নি। ব্যাটিং লাইনআপে আমাদের আরও স্ট্রেংথ দরকার। আমি পাঁচ নম্বরে পান্ত, ছয় নম্বরে হার্দিক এবং সাত নম্বরে কার্তিককে রাখতে চাই। আমার মনে হয় পান্ত এবং কার্তিক- দুজনকেই আমাদের খেলানো উচিত।’

জাদেজা না থাকায় কিছুটা ছন্দহীন হয়ে পড়েছে ভারতের একাদশ। এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার আরও বলেন, ‘হুডাকে দিয়ে আপনি যদি বোলিং না করান তাহলে এমন একাদশ নিয়েই খেলা ভালো। যদি হুডা বোলিং করে তাহলে পান্ত একাদশের বাইরে থাকবে এবং হুডা পাঁচ নম্বরে ব্যাটিং করবে।’

এশিয়া কাপে শক্তিশালী দল নিয়ে গিয়েও ভালো খেলেনি ভারত। গ্রুপ পর্বে পাকিস্তান ও হংকংকে হারালেও সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে তারা। সুপার ফোরে কেবল শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেই জয় পায় দলটি।

অথসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.