ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাভারে

টানা দুদিন সাভারে গ্যাস থাকবে না। ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক আবু সাদাৎ মো. সায়েম আজ ২৬ এপ্রিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পেট্রোবাংলার শিডিউল অনুযায়ী ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য সাভারে সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঈদের সময় গ্যাস বন্ধ রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঈদের সময় গ্যাস ব্যবহারের চাপ তুলনামূলক কম থাকে। এ সময় পাইপলাইনগুলোর সংস্কারকাজ করাটা সহজ হয়। সব দিক বিবেচনা করে সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সময়টি নির্ধারণ করা হয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.