সিটি ব্যাংকের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক সিটি ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বন্ড ছেড়ে ব্যাংকটি ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল)  অনুষ্ঠিত বিএসইসির ৮২২তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে একটি মেয়াদী বন্ড। এর মেয়াদ হবে ৮ বছর। এরপর বন্ডটির সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটির অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে-এটি সাধারণ শেয়ারে রূপান্তর-অযোগ্য (N0n-Convertible), জামানতবিহীন (Unsecured), সম্পূর্ণ অবসায়নযোগ্য (Fully redeemable), ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটির টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও আইন অনুসারে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্লেসমেন্টে এই বন্ডের ইউনিট বরাদ্দ করা হবে। এর প্রতি ইউনিট বা লটের মূল্য হবে এক কোটি টাকা।

আলোচিত বন্ডের অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।আর ট্রাস্টির দায়িত্বে থাকবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.