করোনায় আক্রান্ত সেইফার্ট, দিল্লির ম্যাচ নিয়ে শঙ্কা

করোনায় আক্রান্তের সংখ্যা একের পর এক বাড়ছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। দলটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন দলটির ওপেনার টিম সেইফার্ট।

এর আগে মিচেল মার্শসহ দলটির সংশ্লিষ্ট ৫জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্টও করোনায় আক্রান্ত হয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার র‍্যাপিড অ্যান্টিজেন করোনা টেস্টে তার ফলাফল পজেটিভ এসেছে। এর ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লির ম্যাচ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

দিল্লি দলে করোনার একাধিক সংক্রমণের কারনে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি পুনে থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে। এর আগে মিচেল মার্শ করোনায় আক্রান্ত হওয়ার পর পুরো দলকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আর মার্শকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।

এর আগে ফিজিও ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দিল্লির খেলোয়াড়দের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে নিষেধ করা হয়েছিল। এরপরও থামানো যায়নি করোনার সংক্রমণ।

 

অর্থসূচক/ এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.