‘ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা মোকাবিলা করেছে’

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৬ জন। দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে একটি জেলায়। এক অঙ্কের রোগী সাত জেলায়। বাকি ৫৬ জেলা শনাক্তহীন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। এটি সন্তোষজনক চিত্র।

রবিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। রবিবার দুপুরে গতকালের (২ এপ্রিল) চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৮৮ শতাংশ। এটি বেশ সন্তোষজনক চিত্র।

দেশের টিকা কার্যক্রম সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত ১২ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ১৬৬ জন নিয়েছেন প্রথম ডোজ। ১১ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৯৫২ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

১২ কোটি টিকার যে ল্যান্ডমার্ক ছিল, তা আমরা অর্জন করেছি এবং সেটি চলমান থাকবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.