নতুন দুইটি ডিজিটাল বুথের উদ্বোধন করলো পূবালী ব্যাংক সিকিউরিটিজ

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রথম দুইটি ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর গুলশান সার্কেল-১ এবং জনসন রোডে পৃথক আয়োজনের মধ্য দিয়ে এ বুথ দুটির উদ্বোধন করা হয়।

এসময় গুলশান সার্কেল ১ এবং জনসন রোডের উভয় বুথের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মনির উদ্দিন আহমেদ।

এবং গুলশান সার্কেল ১ এর বুথ উদ্বোধনের সময় বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক জেয়াদ রহমান ও পূবালী ব্যাংকের এমডি এবং সিইও শফিউল আলম খান।

বুথ দুটি নিয়ে তাদের পরিকল্পনা জানতে চাইলে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বুথ খোলার মূল উদ্দেশ্য হল কার্যত এবং প্রকৃত উপস্থিত ক্লায়েন্টদের ব্রোকারেজ পরিষেবা প্রদান করা। এটি আমাদের ব্যবসাকে ধীরে ধীরে প্রসারিত করতে সহায়তা করবে।

এসময় পূবালী ব্যাংকে লিমিটেডের ঢাকা উত্তরের মহা-ব্যাবস্থাপক সিরাজুল হক চৌধুরী, পূবালী ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিনের মহা-ব্যাবস্থাপক কামরুজ্জামান, পূবালী ব্যাংক সিকিউরিটিজের মহা-ব্যাবস্থাপক এবং চিফ প্রটোকল অফিসার মো. শাহ আলম এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজের সহকারী মহা-ব্যাবস্থাপক এবং কোম্পানি সচিব আলী বাসাত চৌধুরী উক্ত অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.