কোহলিকেই ওপেনিংয়ে চান ভেট্টরি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের জন্য শক্তিশালী দল গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের হয়ে গত কয়েক আসরে দারুণ খেলা ফাফ ডু প্লেসি পেয়েছেন দলটির অধিনায়কের দায়িত্ব। চেন্নাইয়ে তিনি নিয়মিত ওপেনিং করেছেন। তার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। তার অন্তর্ভুক্তির কারণে বিরাট কোহলি এবার বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বেঙ্গালুরুর হয়ে গত আসরে কোহলির সঙ্গে নিয়মিত ওপেনিং করেছেন দেবদূত পাডিকাল। তাদের জুটিও অনেক সফল হয়েছে। দলটির সাবেক কোচ ড্যানিয়েল ভেট্টরি বলেন, ‘প্রতি বছর এটি একটি আলোচনার বিষয় হয়ে ওঠে। প্রতিটি মৌসুম শেষ হওয়ার সময়েও এটা নিয়ে আলোচনা হয়। বিরাট কোহলি ওপেনার হিসেবেই ঠিক আছে। অন্য প্রান্তে কে আছে এটা অপ্রাসঙ্গিক। আমি মনে করি, সে এমন পরিস্থিতিতে আরও ভালো পারফরম্যান্স করে। ওপেনিংয়ে ব্যাট করলে সে অনেক সময় পায় এবং ভালো স্ট্রোক খেলে পাওয়ার প্লেতে সফল হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এতে সে মাঝের ওভারগুলিতে থিতু হতে পারে এবং পরে ডেথ ওভারে তাকে খুনে মেজাজে পাওয়া যায়। এই ডেথ ওভারে পৌঁছতে তাকে অনেক কিছু করতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি, যখন ও টপ অর্ডারে খেলে, তখন সে সেরা ছন্দে থাকে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.