নিজস্ব ওএমএস সেবা দিবে ইনোভা সিকিউরিটিজ

বিনিয়োগকারীদের আধুনিক সেবার মান আরও একধাপ বাড়িয়ে দেওয়ার লক্ষে ওএমএস সেবা চালু করবে নতুন ট্রেক অনুমোদন পাওয়া ব্রোকার ইনোভা সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে ইকোসফটবিডি আইটি লিমিটেডের সাথে ১৯ মার্চ ইনোভা সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইনোভা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল বারী এবং ইকোসফটবিডি আইটি লিমিটেড এর সিওও সোহেল রানা।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনোভা সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক মুহাম্মদ ছামিউজ্জামান, মোঃ মোস্তফা মাহমুদ এবং মোঃ আবুল বাসার খান জুয়েল এবং ইকোসফটবিডি আইটি লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সালেহ আকরাম সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির শর্ত অনুসারে, ইনোভা সিকিউরিটিজ লিমিটেড এর গ্রাহকদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন সম্পাদনের জন্য, স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে ”স্মার্ট ট্রেডার” এর মাধ্যমে ইকোসফটবিডি আইটি লিমিটেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে ইনোভা সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.