স্বাধীনতা দিবসে ১ কোটি ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে ১ কোটি ডোজ করোনা প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

রোববার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জাননা, ২৬ মার্চ সারাদেশে ১ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে বলা হয়েছে, পৃথিবীর অনেক দেশ চাইলেও তাদের নাগরিকদের টিকা দিতে পারছে না। অথচ আমাদের দেশে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। যারা এখনও টিকা নিতে পারেননি, তাদের ট্কিা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.