বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা আফগানদের

তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার প্রায় ৪৮ ঘণ্টা পর নিজেদের স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান ক্রিকেট দল। গত শুক্রবার রাতে বাংলাদেশে পৌঁছানোর পর এখন সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্পের জন্য সিলেটে অবস্থান করছে আফগানিস্তান বহর।

এর মধ্যেই আজ (সোমবার) দুপুরে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে উসমান ঘানিকে। দলে ফিরেছেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান।

অনেক রদবদল হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে এই সিরিজে থাকছেন না আসগর আফগান (অবসর), গুলবদিন নাইব, মোহাম্মদ শাহজাদ, হাশমতউল্লাহ শহিদি, হামিদ হাসান ও নবীন উল হক। তাদের জায়গায় নেওয়া হয়েছে দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, আফসার জাজাই, কাইস আহমেদ ও নিজাত মাসুদকে।

চলতি বছরের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তরুণ খেলোয়াড়দের যথাযথ প্রস্তুত করার জন্যই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইজ আশরাফ।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদিন নাইব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলি খিল, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদুল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।

ট্রাভেলিং রিজার্ভ: কাইস আহমেদ ও সেলিফ সাফি

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

মোহাম্মদ নবি (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।

আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ানডে – ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

দ্বিতীয় ওয়ানডে – ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

তৃতীয় ওয়ানডে – ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

প্রথম টি২০ – ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

দ্বিতীয় টি২০ – ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.