মীর আখতারের ক্যাটাগরি পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থান্ততর করা হয়েছে। আগামীকাল  ২৭ জানুয়ারি থেকে কোম্পানিটি ’এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে ১২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্ত করেছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.