ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ সৈয়দ আবদুল বারী পদত্যাগ করেছেন। আজ বৃহষ্পতিবার তিনি ব্যাংকে গিয়ে বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দেন। ন্যাশনাল ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এমডির পদত্যাগের পর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি) হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ রইস উদ্দিনকে। তিনি ব্যাংকের ডিএমডি পদে দায়িত্ব পালন করছিলেন।

এর আগেও ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চাপে একাধিক এমডি নির্দিষ্ট মেয়াদের আগেই পদত্যাগ করেছেন। গত দেড় দশকে ব্যাংকটির বেশির ভাগ এমডিই মেয়াদ পূর্ণ করতে পারেননি। পর্ষদের চাপে তারা মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগে বাধ্য হয়েছেন।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। এতে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিয়মের বাইরে বড় অঙ্কের ডলার খরচের প্রমাণ পাওয়া যায়। ফলে ব্যাংকটিকে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি  অনুমোদন ছাড়া বড় অঙ্কের ঋণ বিতরণ করায় গত ৫ এপ্্িরল ব্যাংকটির সব ঋণ অনুমোদন ও বিতরণ স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকটিকে জানিয়ে দেয়, ঋণ ও আমানত অনুপাত সীমার মধ্যে না আসা পর্যন্ত নতুন ঋণ দেওয়া যাবে না। সেইসঙ্গে ঋণ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

এসব বিষয়ে পরিচালনা পর্ষদেও চাপের কারণেই ব্যাংকটির এমডি শাহ সৈয়দ আবদুল বারী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। যদিও এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায় নি।

অর্থসূচক/মৃত্তিকা সাহা

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.