সহযোগী কোম্পানিকে একীভূত করবে ফার কেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার একটি কোম্পানিকে একীভূত করবে। একইসঙ্গে কোম্পানিটির রাসায়নিক কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, আদালত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানিকে একীভূত করবে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ২০১৬ সাল থেকে ৪২ হাজার ২৫০টি স্পিন্ডেল কটন, ভিসকস এবং সিভিসি ইয়ার্ন স্পিনিংয়ের উৎপাদন ক্ষমতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ফার কেমিক্যালের নিজস্ব নতুন ঠিকানা সংলগ্নে এসএফ টেক্সটাইলের প্রডাকশন ইউনিটটি অবস্থিত।

এদিকে কুমিল্লার ইপিজেড থেকে তাদের রাসায়নিক কারখানার শেড, প্লান্ট এবং সরঞ্জাম রূপগঞ্জ, নারায়ণগঞ্জে সদ্য প্রতিষ্ঠিত নিজস্ব কারখানা প্রাঙ্গণে স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

আগামী ২১ ডিসেম্বর কুমিল্লার জমজম হোটেলে ফার কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.