বৃহস্পতিবারের মধ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের টিকা নেওয়ার নির্দেশ

হাসান সিকদার, তিতুমীর কলেজ থেকে: আগামী বৃহস্পতিবারের (৪ নভেম্বর) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সব শিক্ষার্থীকে প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা নেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

রোববার (৩১ অক্টোবর) কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও কোভিড-১৯ টিকা নেয়নি তাদের আগামী ৪ নভেম্বরের মধ্যে টিকা নিতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর টিকার কার্ড ও কলেজ পরিচয়পত্র নিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে শিক্ষার্থীরা টিকা নিতে পারবে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.