এসএমই প্লাটফর্মে লেনদেন করবে হিমাদ্রি লিমিটেড

ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) এর কোম্পানি হিমাদ্রি লিমিটেডকে এসএমই প্লাটফর্মে লেনদেনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটি আগামীকাল ৩০ সেপ্টেম্বর,বৃহস্পতিবার থেকে ডিএসইর এসমই মার্কেটে লেনদেন করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “HIMADRI”। আর কোম্পানি কোড হবে ৬৯০০৩।

এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোম্পানিটিকে কিছু শর্ত পালন করতে হবে।

প্রথমত, কোম্পানিটি ওটিসি মার্কেটে ২০১৪ সালের ৮ মার্চ সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন করেছিল। আগামীকাল কোম্পানিটি ৮ টাকা দরে লেনদেন শুরু করবে।

দ্বিতীয়ত, এসএমই প্লাটফর্মে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানিটির সার্কিট ব্রেকার চালু থাকবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.