দ্রাবিড়-সৌরভদের ধারে কাছেও নেই কোহলি-রোহিতরা

ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকা করলে অবধারিতভাবে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকারদের নাম থাকবে। তাদের সময়কে ধরা হয়ে থাকে ভারতের ক্রিকেটের ব্যাটসম্যানদের স্বর্ণ যুগ। যারা দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন।

এদিকে বর্তমান সময়ে ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছেন বিরাট কোহলি-রোহিত শর্মা-চেতেশ্বর পূজারারা। ভারতের ব্যাটিং ইউনিটকে বর্তমানে সেরাদের একটি ধরা হয়ে থাকে। এছাড়া ভারত বরাবরই ক্রিকেট বিশ্বকে বাঘা বাঘা সব ব্যাটসম্যান উপহার দিয়ে আসছে। সেই যুগের দ্রাবিড় বা শচীনরা যেমন বোলারদের শসন করেছে তেমনি সময়ের কোহলি, রোহিতরা দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্ব ক্রিকেট। যদিও দ্রাবিড়দের সময়ের মতো সেরা বোলিং লাইনআপ এখন খুব কমই রয়েছে।

ভারতের ব্যাটিং লাইনআপ প্রসঙ্গে শেন ওয়ার্ন বলেন, ‘ভারতের বর্তমান ব্যাটিং লাইনআপ দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষণ, টেন্ডুলকার ও শেবাগের সময়ের আশেপাশেও নেই। বিরাট কোহলি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। কোহলি সব ফরম্যাটে বিশ্বসেরা ব্যাটসম্যান না হলেও এই পাঁচ কিংবদন্তী ব্যাটসম্যানের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। তারপরও বর্তমান ভারতীয় ব্যাটিং লাইনআপকে আপনি সেরা বলতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘কোহলি এবং রোহিত শর্মা দুজনেই অসাধারণ খেলোয়াড় এবং আমার মতে ঋষভ পান্ত একজন ভবিষ্যত তারকা ক্রিকেটার। আমি মনে করি ভারতের পেস বোলিং ইউনিট তাদেরকে ঘরের মাঠে ও দেশের বাইরে জয়ের ধারায় রেখেছে।’

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.