ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

তালিবানের ক্ষমতা দখলের পর এমনিতেই অস্থির অবস্থা বিরাজ করছে আফগানিস্তানের। তার মধ্যেই আবারও ভূমিকম্প হল দেশটিতে। এর আগে মঙ্গলবারও দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ৯টা ৫২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

আফগানিস্তানের বরজাখ থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে খিঞ্জ এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। কাবুল থেকে তা প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এর গভীরতা ছিল ৯২ কিলোমিটার।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.