লকডাউনের শেষ দিনে গ্রেপ্তার ১৯৮

চলমান লকডাউনের শেষ দিনে বিধিনিষেধ অমান্য করায় রাজধানী ঢাকায় ১৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১০ আগস্ট) ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লকডাউনে অহেতুক ঘোরাফেরার অভিযোগে ডিএমপির আটটি ক্রাইম বিভাগ তাদের গ্রেফতার করেছে।’

এছাড়াও মোবাইল কোর্টে ৫২ জনকে ৪৭ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, ডিএমপির ট্রাফিক বিভাগ ৫১০টি গাড়িকে ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.