আম পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদীর চিঠি

উপহারের হাড়িভাঙা আম পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে মোদী লিখেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিটি পাঠানো হয় বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে। এটি সাম্প্রতিক ঢাকা সফরে আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেওয়া হয়েছিল, তা আবার স্মরণ করিয়ে দিল।

করোনা মহামারির বাধার পরও ঢাকা-নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক সকল ক্ষেত্রে এগোচ্ছে বলেও চিঠিতে লিখেছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি লিখেছেন, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনের দিকে এগিয়ে নিতে উভয় সরকার অঙ্গীকারাবদ্ধ।

প্রতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দেন। এবারও ব্যতিক্রম হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শীর্ষ নেতাদের জন্য গত ৪ জুলাই বেনাপোল বন্দর দিয়ে প্রধানমন্ত্রী ২ হাজার ৬শ কেজি আম পাঠিয়েছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.