‘যারা ছয় দফা মানতে চায় না, তারা স্বাধীনতাকে হেয় করছে’

যারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, ছয় দফা দিবস মানতে চায় না, তারা দেশের স্বাধীনতাকেই হেয় করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (০৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনে অংশগ্রহণ করে না। তিনি আরও বলেন, ছয় দফার মধ্যদিয়েই মূলত বাঙালির মুক্তির আন্দোলন শুরু হয়েছিল।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও একটি মহল স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার এই বিপক্ষ শক্তিও দেশে রাজনীতি করছে। দুঃখজনক হচ্ছে, বিএনপি স্বাধীনতার বিপক্ষ শক্তিকে সঙ্গে নিয়েই রাজনীতি করছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.