বারবার ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা নেবে ফেসবুক

যারা বারবার ভুল তথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। বুধবার (২৬ মে) এক ব্লগ পোস্টে এ কথা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের এই প্লাটফর্মটিতে কোন খবর শেয়ার করার পর তথ্য যাচাইয়ের জন্য সহযোগী প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে। এমন সহযোগী প্রতিষ্ঠানগুলো যদি কোনো কনটেন্ট বা বিষয়বস্তু ভুয়া হিসেবে চিহ্নিত করে, আর ওই কনটেন্ট যদি কোনো অ্যাকাউন্ট থেকে বারবার শেয়ার করা হয়, তবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি।

শাস্তি হিসেবে ওই ব্যবহারকারীর পরবর্তী সব পোস্ট অন্য ব্যবহারকারীর নিউজফিডে কম দেখাবে ফেসবুক।

করোনা মহামারির সময়ে ফেসবুক ও টুইটারে ভুয়া তথ্য ও ষড়যন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, করোনা ভাইরাস, টিকা, জলবায়ু পরিবর্তন, নির্বাচন ও অন্যান্য বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হলে আমাদের অ্যাপে যাতে কম সংখ্যক লোক তা দেখতে পান, তা নিশ্চিতে কাজ করা হচ্ছে।

চলতি বছরের শুরুতে ফেসবুক জানিয়েছে, গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১৩০ কোটি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.