করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। এ ছাড়া করোনায় আক্রান্ত সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবও। টুইটারে তারা দুজনেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

যোগী আদিত্যনাথ টুইট করে বলেছেন, তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গেই তিনি করোনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। চিকিৎসকের পরামর্শ সম্পূর্ণ মেনে চলছেন মুখ্যমন্ত্রী। সব কাজ তিনি ভার্চুয়ালি করছেন। এরপরই তিনি অনুরোধ করেছেন যার এর মধ্যে তার সংস্পর্শে এসেছেন তারা যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন।

কিছুদিন আগেই করোনা টিকা নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। করোনা টিকা নেওয়ার পর যোগী সাধারণ মানুষের উদ্দেশে বলেন, টিকা নেওয়ার পরেও যেন সকলে সব সাবধানতা মেনে চলেন। তিনি বলেন, কোভিড বিধি পালনের ক্ষেত্রে আত্মতুষ্টির জেরেই করোনার নতুন ওয়েভ দেখা দিয়েছে। বিনামূল্যে টিকা প্রদানের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান যোগী।

সূত্র: কলকাতা ২৪

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.