১৭ জনকে হত্যার অভিযোগে হানিফ পরিবহনের সেই চালক গ্রেফতার

রাজশাহীর কাটাখালীতে বেপরোয়া গতিতে বাস চালিয়ে ১৭ জনকে হত্যা ও কয়েকজনকে আহতের মামলায় হানিফ পরিবহনের বাস চালক আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে বেলপুকুর থানার মহেন্দ্রা বাইপাস থেকে গ্রেফতার করা হয় তাকে। সে পুঠিয়া উপজেলার পীরগাছা গ্রামের ফজলুর রহমানের ছেলে। এর আগে শুক্রবার এ সড়ক দুর্ঘটনার জন্য হানিফ পরিবহনের বাস চালককে আসামি করে মামলা করে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১৭ জন নিহতের মামলায় বাসচালককে অজ্ঞাত দেখানো হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার চার পরিবারের ১৮ জন সদস্য রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহীতে বেড়াতে আসছিলেন। শুক্রবার দুপুরে হানিফ পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ১১ জন আগুনে পুড়ে মারা যান। আহত আরো ৬জন মারা যান হাসপাতলে। মাইক্রোবাসে থাকা পাভেল নামের একমাত্র কিশোর বেঁচে যান। তবে তার অবস্থাও সংকটাপন্ন। তাকে রাখা হয়েছে রামেক হাসপাতলের আইসিইউতে।

অর্থসূচক/এমএস

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.