‘বাজে আচরণের’ জন্য ছুটিতে আইসিসির প্রধান নির্বাহী

প্রধান নির্বাহী মানু সোহনিকে ঐচ্ছিক ছুটিতে পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি প্রাইস ওয়াটার হাউস কোপার্সের (পিডব্লিউসি) তদন্তের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ এসেছে।

২০১৯ সালে শশাঙ্ক মনোহর আইসিসির সভাপতি থাকাকালীন ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন সোহনি। তদন্তে উঠে এসেছে অধিকাংশ কর্মচারীর সঙ্গে তিনি বাজে ব্যবহার করতেন।তাঁর বিরুদ্ধে এর আগে সিংগাপুরের কর্মস্থলেও একই অভিযোগ উঠেছিল। বিশ্ব ক্রিকেট সংস্থার দুবাই কার্যালয়ের ৯০ শতাংশ কর্মচারী তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোহনির আচরণ অন্যান্য প্রধান নির্বাহীদের মতো ছিল না। অনেকদিন তিনি অফিসেও যাননি ঠিক মতো। এর ফলেই তাঁকে বুধবার ছুটিতে পাঠানো হয়েছে।

বর্তমান মেয়াদে আরও এক বছর দায়িত্ব পালনের কথা রয়েছে সোহনির। এর আগে তিনি সিঙ্গাপুর স্পোর্টস হাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৭ বছর ইএসপিএন স্টার স্পোর্টসের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.