সাকিব-তাইজুলকে ছাড়িয়ে মিরাজ

টেস্ট ক্রিকেটে বাংলাদেশি স্পিনারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করলেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শন মোসলেকে আউট করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এই উইকেটের ফলে তিনি পিছনে ফেলেছেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামকে। শততম উইকেট নিতে মিরাজের লেগেছে মাত্র ২৪টি ম্যাচ। তাইজুল শততম উইকেট নিতে খেলেছিলেন ২৫ ম্যাচ।

একই সংখ্যক উইকেট নিতে সাকিবের লেগেছিল ২৮ টি ম্যাচ। এছাড়া মোহাম্মদ রফিক ৩৩ ম্যাচ খেলে ১০০ উইকেট পেয়েছিলেন। শুধু তাই নয় কম বয়সে শততম উইকেট পাওয়া স্পিনারের মধ্যে মিরাজ চতুর্থ। মাত্র ২৩ বছর ১১১ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। তাঁর আগে রয়েছেন পাকিস্তানের স্পিনার সাকলাইন মোস্তাক, ভারতের হরভজন সিং এবং নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেটরি। মাত্র ২১ বছর ৪৮ দিন বয়সে ১০০ উইকেট পেয়ে সবচেয়ে কমবয়সী ভেটরি।

তারপরই আছেন হরভজন। ১০০ উইকেট শিকারের সময় তাঁর বয়স ছিল ২১ বছর ৩১৯ দিন। আর তিন নম্বরে থাকা সাকলাইন মোস্তাক একই সংখ্যক উইকেট নিয়েছিলেন ২২ বছর ৩২৫ দিন বয়সে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.