বড় পতনে ডিএসইএক্স নামল ১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ১২৮ পয়েন্ট বা ২ শতাংশ কমে ৫ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করছে। যা গত ১ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির।

এর আগে গত ২৯ ডিসেম্বর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৩৫৮ পয়েন্ট। এরপরে ধীরে ধীরে সূচকটি বাড়তে থাকে। মূল্য সূচকের রেকর্ড পরিমাণ উত্থানে গত ১৪ জানুয়ারি সূচকটি ৫ হাজার ৯০৯ পয়েন্ট অতিক্রম করে। এই সময়ে পুঁজিবাজারে লেনদেনেও নতুন গতি সঞ্চার করেছে। তবে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আবারও পুঁজিবাজারে বড় দরপতন শুরু হয়।

সোমবার ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে আজ টাকার পরিমাণে ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিন থেকে ১৮ কোটি ২৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রোববার লেনদেন হয়েছিল ৭৭১ কোটি ৫২ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬৭ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৪৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, দর কমেছে ২৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৯৬ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৫১৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬টির, দর কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.