বাবাকে নিয়ে শবনম ফারিয়ার আবেগঘন স্ট্যাটাস

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। শোবিজে তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর থেকে তাকে নিয়মিত দেখা যায় ছোট পর্দায়। ছোট পর্দার পাশাপাশি এখন কাজ করেছেন বড়পর্দাতেও। সরকারি অনুদানের ‘দেবী’ সিনেমায় দেখা গিয়েছিল ফারিয়াকে।

চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৭ সালের ১৬ জুলাই না ফেরার দেশে চলে যান ফারিয়ার বাবা ডা. মীর আবদুল্লাহ। বাবাকে নিয়ে নিজের ফেসবুকে স্মৃতিচারণ করেছেন ফারিয়া। ফেসবুক কভারে দিয়েছেন বাবার সঙ্গে নিজের একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘মা গল্প বলছিল, বাবা বাসার বাইরে থাকলে নাকি আমি খাওয়ার সময় খুব বিরক্ত করতাম! খেতে চাইতাম না! বাবা খুব সুন্দর আবৃত্তি করতেন, তাই বাবার কবিতা ক্যাসেটে রেকর্ড করা থাকতো! বাবা না থাকলে আমায় সেগুলো শুনিয়ে খাওয়ানো হতো।’

অভিনেত্রী আরও লিখেন, ‘আজ প্রায় দেড় বছর ধরে বাবার কণ্ঠটা শুনতে পাই না! আমি জানি, সবাই চলে যাবে, এটাই নিয়ম, কিন্তু মাঝে-মাঝে মনে হয় আল্লাহ কিছু নিয়ম না করলেও পারতো! বাবা-মা পৃথিবীর সব চেয়ে বড় নেয়ামত, এত বড় নেয়ামত সরিয়ে না নিলেই কি হতো না?’

ফারিয়ার এ পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকে। পোস্টের স্যাড ইমোজিই তার প্রমাণ। এদিকে, প্রথমবারের মতো উপস্থাপনায় নাম লিখেয়েছেন ফারিয়া। ‘আমার আইন আমার অধিকার’ শিরোনামের অনুষ্ঠানটি নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।

অর্থসূচক/এএ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.