সাউথইস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর আয়োজনে “মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক মোঃ মোস্তাকুর রহমান। সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ক্যামেলকো খোরশেদ আলম চৌধুরী।
এ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার ৫৩টি তফসিলি ব্যাংকের ১৩০ জনের অধিক কর্মকর্তা অংশ নেন। তারা বিএফআইইউ’র রিসোর্স পার্সনদের পরিচালনায় ৪টি প্রাঞ্জল ও অংশগ্রহণমূলক সেশন উপভোগ করেন। সেশনগুলো পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ রেজওয়ানুর রহমান, পরিচালক মোঃ হাফিজুর রহমান খান এবং যুগ্ম পরিচালক আ.ন.ম কলিম উদ্দিন হাসান তুষার।
কর্মশালায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কর্মসূচির শেষ অংশে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সকল অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.