আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিলো যে ইরানের সাথে এরপর কী হবে এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিলো কি-না।

জবাবে ট্রাম্প বলেছেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যারা শান্তি চায় তাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। আলোচনা আবার শুরু হবে কি-না তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কি-না তার ওপর।

এরপর ট্রাম্প বলেন, ইরানের সাথে আগামী সপ্তাহেই তারা আলোচনা করতে যাচ্ছেন এবং তারা একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে। আমি মনে করি না এটা প্রয়োজনীয়। তারা একটি যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে এবং এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনো সমঝোতা হলো কি-না তা আমি কেয়ার করি না। আমরা তাদের সাথে দেখা করতে যাচ্ছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.