পুঁজিবাজারে শেয়ারদর উত্থান-পতন-অপরিবর্তিত ‘১৬৫-১৬৫-৬৫’

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সময়ে ৩৯৫ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছিলো।

এর মদের ১৬৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। কমেছে ১৬৫ কোম্পানির শেয়ার দর। আর ৬৫টি কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয় নি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এই সময়ের মধ্যে ৩৫৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর প্রধান সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৩ দশমিক ৫৮ পয়েন্ট।

এদিকে আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫ হাজার ৭৬১ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিলো ১ হাজার ২৩৬ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ডিএসইতে মোট ২৪৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিলো।

আর এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিলো ২২৯ টির, কমেছিলো ৯৪ টির এবং অপরিবর্তিত ছিলো ৬৮ কোম্পানির শেয়ারদর।

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.