অচিরেই তারা আপনাকে খুঁজবেঃ পুতুল

ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে ভারতের দিল্লিতে বিজেপি সরকারের আশ্রয়ে আছেন তিনি। সেখান থেকে অন্য কোনো একটি দেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা চালাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ব্যাথিত তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এর মধ্যেও তিনি মাকে সাহস ও সান্ত্বনা দিচ্ছেন। বুধবার (৭ আগস্ট) ফেসবুকে তার আইডিতে মাকে নিয়ে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিৎ অচিরেই তারা আপনাকে খুজবে’।

পাঠকদের জন্য পুতুলের স্ট্যাটাসটি হুবহু নিচে দেওয়া হল-আপনি কয়েকটা মাস বিশ্রাম নেন, দিন রাত অনেক পরিশ্রম করে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন !! আমি জানি জনতার আচরণ আপনাকে কাঁদিয়েছে, আপনি সরে গেলেই নাকি তারা ভালো থাকবে, তারা নাকি আজকে স্বাধীন হয়েছে, তাদেরকে ভালো থাকতে দেন, আমি নিশ্চিৎ অচিরেই তারা আপনাকে খুজবে, আপনার অভাব অনুভব করবে, নীরবে আনমনে আজকের দিনের কথা ভেবে বসে বসে কাঁদবে , আমরা আছি আপনার পাশে, জীবনের শেষ দিন পর্যন্ত !! খুব দ্রুতই আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ !!

একই দিন মাকে নিয়ে দেওয়া অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘যে নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো কঠিন!’

সেদিনই আরেক পোস্টে মাকে উদ্দেশ্য করে পুতুল লিখেছেন, ‘আপনার সব চেয়ে বড় ভুল হচ্ছে এই দেশের উন্নয়ন ও দেশের মানুষ কে ভালোবাসা।’

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.