রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বাতিল হওয়া এসব আসনে আগামী ১৫ দিনের মধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভর্তি বাতিলের বৈধতা সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবীদের তথ্য মতে, গত বছর ১৯ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত যাদের জন্ম গ্রহণ তারাই শুধুমাত্র প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। তবে, ফলাফলে দেখা যায়, ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া শিশুদেরকেও ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ।
ভর্তির এ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে ২৩ জানুয়ারি হাইকোর্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে (মাউশি) অভিভাবকদের আবেদন নিস্পত্তিসহ ভর্তির বৈধতা প্রশ্নে রুল দেয়। ২৮ ফেব্রুয়ারি মাউশি এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে ভিকারুননেসাকে নির্দেশনার সিদ্ধান্তের কথা জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দেয়।
এরপর ৬ মার্চ স্কুল কর্তৃপক্ষ ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের বিষয়ে প্রতিবেদন দেওয়ার পর হাইকোর্ট এসব খালি আসনে অপেক্ষমানদের থেকে ভর্তি নিয়ে পূরণ করতে আদেশ দেয়। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ভর্তি বাতিল হওয়া অভিভাবকেরা। গত ২০ মার্চ আপিল বিভাগ অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশনা দিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা দিয়ে ১৬৯ শিক্ষার্থীর ভর্তির বৈধতা প্রশ্নে দেওয়া রুল দুই মাসের মধ্যে হাইকোর্টকে নিস্পত্তি করেতে নির্দেশ দেয় আপিল বিভাগ। এর ধারাবাহিকতায় এ রায় হলো।
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.