লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলবেন মুস্তাফিজুর রহমান। কদিন আগে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স। নিলামের আগে রিটেইন এবং প্রি-সাইনড ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা।
মঙ্গলবার শুরু হয়েছে এলপিএলের নিলাম। সেখানে নাম দিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম দিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।
নিলামে লিটনের নাম উঠলেও তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর মুশফিককেও দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। লিটনের ড্রাফট মুল্য ৩০ হাজার ডলার ও মুশফিকের মুল্য ৫০ হাজার ডলার থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাসকিন আহমেদকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যে থাকা তাওহীদ হৃদয়কেও কেউ নেয়নি। এখনও পর্যন্ত বাংলাদেশের তিন ক্রিকেটার অবিক্রিত থাকলেন এলপিএলের নিলামে। ৪০ হাজার ডলার ভিত্তিমূল্য ছিল নাজমুল হোসেন শান্তর। তাকে কেনেনি কোনো দল।
অর্থসূচক/এএইচআর