ফের ইয়েমেনে ইঙ্গো-মার্কিন বাহিনীর বিমান হামলা

লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী যে হামলা চালিয়ে আসছে তা ঠেকানোর নাম করে আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী আবারও ইয়েমেনের তায়িজ ও হুদাইদা প্রদেশে বিমান হামলা চালিয়েছে।

ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের ওপর নতুন যে হামলা চারিয়েছে তাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এই হামলার বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের শীর্ষ পর্যায়ের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি কঠোর নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইঙ্গো-মার্কিন বাহিনীকে এজন্য মারাত্মক শাস্তির মুখে পড়তে হবে।

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরাইল গত পাঁচ মাসের বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথিরা এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে। পরবর্তীতে আমেরিকা এবং ব্রিটিশ সেনারা ইয়েমেনের ওপর হামলা শুরু করলে হুথি যোদ্ধারা মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.