সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন মাধ্যম থেকে ফেসবুক ব্যবহারকারীরা জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। ফেসবুক লগইন করতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ২ লাখ ১৫ হাজার ৫৮৮ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন ঘটনা বাংলাদেশের পাশাপাশি ভারতসহ বিশ্বের অনেক দেশেই ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.