গাজায় ইসরাইলের আরও ১ সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যেইতুন শহরে ইসরাইলের আরও এক সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজা উপত্যকায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের ২৩৭ জন সেনা নিহত হলো।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলের ভেতরে অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। সেদিন থেকে এ পর্যন্ত ইসরাইলের ৫৭৬ জন সেনা মারা গেছে।

ইসরাইলি বাহিনী বুধবার ঘোষণা করেছে যে, গতকালের সংঘর্ষে এক সেনা নিহত হওয়ার পাশাপাশি তিন সেনা মারাত্মকভাবে আহত হয়। গতকাল যে সেনা নিহত হয়েছে তার নাম স্টাফ সার্জেন্ট আবরাহাম ওভাজেন। যে এলাকায় ইসরাইলের সেনা নিহত হয়েছে সেখানকার হামাসের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল।

এদিকে, গাজায় বন্দী থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে তেল আবিবসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ সমাবেশ থেকে বন্দীদের স্বজনরা বলেছেন, তাদের প্রিয়জনদের অনতিবিলম্বে ফেরত আনতে হবে। তারা অভিযোগ করেন, ইসরাইলের মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের স্বজনরা যদি বন্দি থাকতো তাহলে তারা তাদের কষ্ট বুঝতে সক্ষম হতো। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.