সপ্তাহের চতুর্থ কর্যদিবস বুধবার (২৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে গত দিনের তুলনায় কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জাকনা গেছে, আজ ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে।
অন্যদিকে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯ দশমিক ০৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৬টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৩০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
অর্থসূচক/এমআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.