দরপতনে তিন শতাধিক কোম্পানি, সূচকের পতনে কমলো লেনদেন

সপ্তাহের চতুর্থ কর্যদিবস বুধবার (২৪ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে গত দিনের তুলনায় কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জাকনা গেছে, আজ ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে।

অন্যদিকে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৯ দশমিক ০৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৭৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৬টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৩০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.