ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ৯ যোদ্ধা নিহত

ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্ত বরাবর বেশ কয়েকটি এলাকায় কামান দিয়ে হামলা চালিয়েছে এবং এতে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নয় যোদ্ধা নিহত হয়েছেন।

লেবাননের আরবি ভাষার আল-মানার টেলিভিশন চ্যানেল আজ জানিয়েছে, অব্যাহত আগ্রাসনের অংশ হিসেবে দখলদার ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের তাইবেহ, কাফারকেলা, খিয়াম এবং মারজায়ুন সমভূমি এলাকায় গোলাবর্ষণ করে। একটি ইসরাইলি ড্রোন দক্ষিণ লেবাননের সীমান্ত শহর ইয়ারুনের দিকে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলা সম্পর্কে এক বিবৃতিতে দখলদার বাহিনী দাবি করেছে, তারা লেবাননের দক্ষিণ অংশে হিজবুল্লাহর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হামলা অব্যাহত রয়েছে। এতে আরো বলা হয়, ইসরাইলের উত্তর সীমান্তে দখলদার বাহিনীর সতর্কতা সর্বোচ্চ মাত্রায় বাড়ানো হয়েছে।

৭ অক্টোবর হামাস এবং ইসরাইলের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন হতে ইসরাইলের ভেতরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় প্রতিদিনই ইসরাইলি বাহিনীর সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে। এসব সংঘর্ষে এ পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ১৪৩ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত ১১ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.