ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে আগামী শনিবার (১৪ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অনশন করবে বিএনপি।
ঢাকায় এই অনশন কর্মসূচির অনুমতি চেয়ে গত ১০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে মহানগর উত্তর বিএনপি।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।
উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এবিএমএ রাজ্জাকের সই করা চিঠিতে অনশন কর্মসূচির অনুমতি ছাড়াও নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তবে কোন ইস্যুতে অনশন কর্মসূচি পালিত হবে, চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.