সিসি লিমিট বৃদ্ধিতে দেশে আসতে পারে ইয়ামাহার যে বাইকগুলো

ইয়ামাহার মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দে বাংলাদেশী বাইক প্রেমিদের হৃদয় সর্বদাই কেপে ওঠে। সেই RX 100 থেকে শুরু করে এফ জেড, ফেজার আর ওয়ান ফাইভ। ১০০ থেকে ১৫০ সিসির ইয়ামাহার গাড়িগুলো বছরের পর বছর দাপিয়ে বেড়াচ্ছে দেশের পথে-প্রন্তরে। ভালো পারফরমেন্স, নির্ভরযোগ্য কন্ট্রোলিং, ভালো ব্রেকিং সিস্টেম, সহজ মেইন্টেনেন্স আর লংজিভিটির কারণেই জাপানী এই ব্র্যান্ডের গাড়িগুলো দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। আর ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ইয়ামাহা কে টক্কর দিতে পারার মতো নাম দু একটা।

এবার সময় এসেছে দেশে ইয়ামাহার আরও হায়ার সিসি বাইক নিয়ে রাজপথ দাপিয়ে বেড়ানোর। চলুন তবে দেখে নেয়া যাক ২০০ থেকে ৩৫০ সিসি পর্যন্ত কি কি নতুন বাইক অফার করছে ইয়ামাহা।

Yamaha FZ 25 – বাংলদেশের জনপ্রিয় এফ জেড সিরিজের ২৫০ সিসির সংস্করন এটি। দেশি বাইকারদের মাঝে বাইকটির চাহিদা বহহুদিনের। ভারতের বাজারে এই বাইকটির মূল্য ১ লাখ ৫০ হাজার রুপি।

Yamaha FZS 25 – ২৪৯ সিসির এই বাইকটি মাইলেজ দিবে ৪০ কিলোমিটার পার লিটার। ইউনিক ডিজাইন এবং পাওয়ারফুল বাইক হিসেবে দেশি বাইকারদের মাঝে বাইকটির চাহিদা বহহুদিনের। ভারতের বাজারে এই বাইকটির মূল্য ১ লাখ ৫৪ হাজার রুপি।

Yamaha R3 – ইয়ামাহার জনপ্রিয় রেসিং বাইক ‘ আর ‘ সিরিজের ৩২১ সিসির সংস্করণ এটি। স্পোর্টি ডিজাইন, এগ্রেসিভ লুকস এবং পাওয়ারফুল ইঞ্জিনের কারণে আর সিরিজের আর ওয়ান ফাইভ বাংলাদেশে ইতিমধ্যেই জনপ্রিয়। তাই বলা যায় ৩২১ সিসির আর থ্রি ও খুব অল্প সময়ের মাঝেই দেশের বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করবে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের বাজারে বাইকটির দাম হবে ৯ লাখ ৫০ হাজার টাকার আশপাশে।

Yamaha MT-03 – পারফরম্যান্স আর লুকসের জন্য বাংলাদেশে ইয়ামাহার আরও একটি জনপ্রিয় সিরিজ হলো এম টি সিরিজ। এমটি জিরো থ্রি এমটি সিরিজের ৩২১ সিসির একটি সংস্করণ। ভারতের বাজারে বাইকটির দাম ৩ লাখ রুপি।

 

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.